Wellcome to National Portal
Main Comtent Skiped

Service List

মৎস্য সম্পদ উন্নয়নে চাষি/উদ্যোক্তাকে প্রদেয় প্রধান সেবাসমূহ

১)   উন্নত লাগসই পদ্ধতিতে মাছ, চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান এবং প্রযুক্তি সম্প্রসারণ।

২)   চাষির পুকুর পরিদর্শন করে বিনামূল্যে মাটি/পানি পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

৩)   অফিস আগত চাষিদের মৎস্য ও চিংড়ি চাষ বিষয়ক সমস্যা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

৪)   মাছ/চিংড়ির রোগ প্রতিরোধে চাষির পুকুর পরিদর্শন ও পরামর্শ প্রদান।

৫)   মাছ/চিংড়ি চাষে মহিলাদের উদ্বুদ্ধকরন, ক্লাস্টার গঠন ও প্রশিক্ষণ প্রদান।

৬)   নিরাপদ মাছ ও চিংড়ি উৎপাদন, বিপননের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরন,পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।

৭)   মৎস্য সম্পদ উন্নয়নে লিফলেট, পোস্টার, ব্যানার, পুস্তিকা, ফেস্টুন ইত্যাদি বিতরণ।

৮)   প্রাকৃতিক জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমাজ ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা ও মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা।

৯)   বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন।

১০) মৎস্য আইনসমূহ বাস্তবায়ন। মাছ ও চিংড়ির মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা।

১১) মাছ ও চিংড়ির পোনা, খাদ্য ও বিভিন্ন উপকরণ সংগ্রহে চাষিদের পরামর্শ প্রদান।

১২) মাছ ও চিংড়ি চাষের বিভিন্ন প্রদর্শনী খামার স্থাপনের মাধ্যমে চাষিদের মাঝে উন্নত প্রযুক্তির সম্প্রসারণ ঘটানো।

১৩) প্রকৃত জেলেদের নাম নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা।

১৪) মৎস্য চাষ উন্নয়নের লক্ষ্যে মৎস্য চাষি /চিংড়ি চাষি/মৎস্যজীবীদের ব্যাংক ঋণ প্রদানের সার্বিক সহযোগিতা প্রদান।

১৫) জাটকা ও মা ইলিশ আহরনে নিষেধাজ্ঞার মাধ্যমে ইলিশ সম্পদ বৃদ্ধিতে কর্মকাণ্ড পরিচালনা করা।

১৬) ফরমালিনের অপব্যবহার রোধে সচেতনতা সভা, উদ্বুদ্ধকরন সভা, ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা এবং নিয়মিত মৎস্য বাজার মনিটরিং করা।

১৭) সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার প্রদান ও উৎসাহ সৃষ্টি করা।